"জীবন সব সময় মসৃণ হবে না, তবে চলার মতো পথ ঠিকই দিবে।
সবাই চায় তুমি আলো ছড়াও, কিন্তু ক’জন চায় তোর আঁধার বুঝতে?
তাই থেমে যাস না, আলোটা তোর ভিতরেই আছে—
তুই শুধু চোখ বন্ধ করে নিজেকে বিশ্বাস কর।
বিশ্বাস কর, তুই পারবি।"
131
View