Posts

নিউজ

২০২৫ সালের ওয়াল্টার স্কট প্রাইজ জিতলেন অ্যান্ড্রু মিলার

June 15, 2025

নিউজ ফ্যাক্টরি

134
View

চলতি বছরের ওয়াল্টার স্কট প্রাইজ জিতেছেন ইংরেজ উপন্যাসিক অ্যান্ড্রু মিলার। ১২ জুন স্কটল্যান্ডের মেলরোজে বর্ডারস বুক ফেস্টিভ্যালে পুরস্কার বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়েছে। 

'দ্য ল্যান্ড ইন উইন্টার' উপন্যাসের জন্য মর্যাদাবান এ ব্রিটিশ সাহিত্য পুরস্কার পান ৬৪ বছর বয়সী এই ইংরেজ লেখক। উপন্যাসটিতে ১৯৬২-৬৩ সালের দীর্ঘ এবং তীব্র শীতের সময় একটি প্রত্যন্ত অঞ্চলের দুই ইংরেজ দম্পতির গল্প বলা হয়েছে। 

পুরস্কার হিসেবে মিলার পেয়েছেন ২৫ হাজার পাউন্ড। এর আগে দুইবার তিনি ওয়াল্টার স্কট প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন।   

অ্যান্ড্রু মিলার ১৯৬১ সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে জন্মগ্রহণ করেন। তিনি এ পর্যন্ত ১০টি উপন্যাস প্রকাশ করেছেন। তিনি জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল প্রাইজ, ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড  এবং কোস্টা বুক অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়া বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পেয়েছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস ‘দ্য অপটিমিস্টস’, ‘ওয়ান মর্নিং লাইক অ্যা বার্ড', 'পিওর'। 

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ওয়াল্টার স্কট প্রাইজ দেওয়া হচ্ছে। এটি ব্রিটেনের গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। ঐতিহাসিক কথাসাহিত্যের জন্য প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। এর আগে সেবাস্টিয়ান ব্যারি, রবার্ট হ্যারিস, আন্দ্রেয়া লেভি এবং হিলারি ম্যান্টেলের মত লেখকেরা পুরস্কারটি পেয়েছিলেন। স্কটিশ উপন্যাসিক, কবি, নাট্যকার স্যার ওয়াল্টার স্কটের সম্মানে এটি দেওয়া হয়।  

সূত্র: বিবিসি    

Comments

    Please login to post comment. Login