Posts

গল্প

গরিবের ভালোবাসা

June 16, 2025

শিহাবুজ্জামান শাওন

117
View

#গরিবের ভালোবাসা 
#লেখকঃশিহাবুজ্জামান শাওন 
,,,,,,,,,,,,
আজ প্রথম কলেজে যাচ্ছি।সবার থেকে ভালো রেজাল্ট। তবে দুঃখের বিষয় হলো আমি গরিব।যায় হক আমার কেউ নাই দাদা আছে শুধু। তার কাছেই থাকি।কলেজে প্রথম পা রাখতেই একটা ছেলে ডাক দিলো,,,,,,,,,,,,
,,,,,,,,,,,
এই শুনো?,,.(ছেলেটা)
হুম বলেন ভাইয়া(আমি)..
তুমি কি এখানে নতুন?(ছেলেটা).
হুম ভাইয়া(আমি).
কোথায় পড়?(ছেলেটা)..
ইন্টার প্রথম ইয়ারে. (আমি).
আমিও,আমরা কি বন্ধু হতে পারি?(ছেলেটা).
হুম অবশ্যই ভাইয়া।(আমি)...
আমি রাকিব।তোমার নাম কি?.(ছেলেটা).
আমার নাম শাওন,বাবা মা কেউ নেই।দাদা আছে শুধু। আমরা খুবি গরিব (আমি).
আমি প্রথমে দেখেই বুঝেছি। তাই তো তোমার সাথে বন্ধুত্ব করলাম।শুনো এখানে অনেকে তোমাকে অনেক কথা বলতে পারে তুমি অদের কথায় কান দিবে না ঠিক আছে??(রাকিব)
.হুম ঠিক আছে(আমি)
,,,,,,,চলো ক্লাসে যায়(রাকিব)
,,,,,,,,,,,,,,,,,,,,,,
ক্লাস শেষ করে বাড়ি চলে আসলাম 
,,দাদু ভাই কোথায় তুমি।(আমি)
কিরে কেমন হলো আজকের দিনটা (দাদু ভাই).
খুব ভালো।ওখানের সবাই অনেক ভালো। (আমি)...
যা হাতমুখ ধুয়ে আয় খাবার খাবি। (দাদু ভাই).....
হুম যাচ্ছি দাদু ভাই (আমি),,,,
,,,,,,,,,,,,,,,,,
তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। 
,,দাদুভাই তোমার চোখে পানি কেন? (আমি)...
কই নাতো কই চোখের পানি ভুল দেখছিস, (দাদু ভাই)...
কান্না করে তো এখন আর লাভ হবে না এসব বাদ দাও খাবার খেয়ে নাও,(আমি)
তুই কখনো আমাকে ভুলে যাবিনা তো,,(দাদু ভাই)...
আরে কি বলো এসব, আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ আছে বলো,,(আমি)
হুম কিন্তু কখনো যদি তোর অনেক টাকা-পয়সা হয়, আমাকে ভুলে যাস না শুধু দু মুটো ডাল ভাত খেতে দিস আর আমাকে তোর কাছ থেকে আলাদা করিস না এ ছাড়া আর কিচ্ছু চাই না (দাদু ভাই)..
দাদু ভাই এসব কি বলছো তুমি হ্যাঁ,,,,,, তুমি তো আমার সব। এসব বাদ দাও তো আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো নাকি হুম??(আমি)..
,,,হুম আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি,,যেনো তকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে না পারে,,,(দাদু ভাই)
ইনশাল্লাহ কেউ পারবে না.এখন তো খাও।।(আমি)
আমার মরনের আগে তর বউ কে যেনো আমি দেখে মরতে পারি!!(দাদু ভাই).
দাদু ভাই!!!!!!! আর কোনোদিন যদি মরার কথা বলো তো দেখবে আমি কি করি,,,,,,,আর তা ছাড়া আল্লাহ তোমার আগে আমার মরন দেয় জেনো।।(আমি)
,,,,,,,,,,,,,,,,,,ঠাসসসসসসস,,,,,,,,,,,,
উল্টা পাল্টা কথা বলার  সাহস দিয়েছে কে হুম কে😡😡(দাদু ভাই)
তাহলে তুমি বলো কেন হুম আমার বুঝি খারাপ লাগে না তখন,,, 🥺(আমি)
আচ্ছা দাদু ভাই আর বলবো না এখন খা,,(দাদু ভাই).
বুইরা হয়ে গেছো তাও হাতের কি জুর ইশশশশশশশ কি ব্যাথা,,(আমি)
খুব ব্যাথা লাগছে?😭(দাদু ভাই)
ওই যে আবার কান্দে সত্যিই ব্যাথা পাই নাই মজা করছি,৷ (আমি)
,,,,,,,,,,,,,,,,,,,

এভাবেই মজা করতে করতে খাওয়া শেষ করালাম।।,,,,।
খাওয়া শেষ করে রিকশা চালাতে যাই কারন আমরা গরিব দাদুর বয়স হয়ে গেছে আমি কিছু না করলে আমাদের পেট চলবে না তাছাড়া আমার পড়াশোনা খরচ ইত্যাদি তো আছেই,, তাই পড়াশোনার পাশাপাশি এটা চালাই,,,,,,,
রিকশা চালিয়ে কিছু টাকা রোজগার করে দাদার জন্য আর আমার জন্য কিছু পোশাক কিনি।।আর বাজার সদায়,,,,
,,,,,,,,,,,,,,
,, পরের দিন কলেজে যাই,,,
রাকিব এখনো আসে নাই,,, তাই আমি একা একাই কেম্পাসে হাটছিলাম,,হঠাৎ একটা মেয়ে এসে...........
,,,,,,,,,ঠাসসসসসসসসসসসস,,,,,
তুই রাকিবের সাথে বন্ধুত্ব করলি কেন হুম,, তোর অবস্থা দেখেছিস আর রাকিবের অবস্থা দেখ?তোদের মতো ছোট লোকেরা বড় লোকের টাকার লোভ সামলাতে পারিস না।?. 
প্রথম দিন কলেজে এসেই রাকিব কে হাত করে ফেললি?
আর যদি কখনো দেখি রাকিবের সাথে তাহলে তোকে কি করি দেখিস,,ছোট লোকের বাচ্চা।,,(মেয়েটা).
,,,,,,,,,,,,,,,,ঠাসসসসসসসসস,,,,,,,
তোর সাহস কি করে হয় আমার বন্ধুকে ছোট লোক বলার?
,,,,,,,,,ঠাসসস,,,
তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার,,?(রাকিব).
রাকিবববববব,,,,,,,(মেয়েটা)..
চুপপপপ একদম চুপপপপ,,
আর কখনো তুই আমার সাথে কথা বলবি না,তোকে আজ থেকে আমি আর ভালোবাসি না শুধু ঘৃনা করি,,(রাকিব),,

ঐ ছোট লোকটার জন্য তুই আমাকে মারলি??(মেয়েটা).
,,,,,ঠাসসসসস,,,,,,
আরো মারবো দেখি তুই কি করিস??.শুন আজ থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ করবি না।এখানেই আমদের ব্রেকাপ,,,,,, (রাকিব).
ঐ ছোট লোকের বাচ্চা এক দিনে আমার রাকিবকে কি করেছিস বল?আজ তকে আমি মেরেই ফেলবো,,(মেয়েটা).
রিয়া................?(রাকিব).
আর চেচাবি না?তুই একটা ছোট লোকের বাচ্চার জন্য আমার গায়ে হাত তুল্লি? আমি এর প্রতিশোধ নিয়েয় ছাড়বো দেখিস?(নাম তো শুনলাম তাই এখন মেয়েটি না লিখে রিয়া নাম দিবো).
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,তারপর রিয়া বকবক করতে করতে চলে যায়।
কে মেয়েটা?(আমি)
আমার রিয়া,খুব ভালোবাসি কিন্তু আমি জানতাম না যে ও এতোটা অহংকারী। তুমি ওর কথাই কিছু মনে করো না।ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি,,(রাকিব).
আরে আপনি কেনো ক্ষমা চাচ্ছেন,আমার কারনে আপনাদের ভালোবাসা নষ্ট হলো,আপনি ওনার গায়ে হাত তুললেন এখানে তো আমারি ক্ষমা চাওয়া উচিৎ। (আমি).
নাহ,তুমি না থাকলে আজ রিয়ার আসল পরিচয় জানতে পারতাম না,,,,।এসব বাত দেও চলো ক্লাসে যায়।(রাকিব).
,,,,,,,,,,,,,,,,,,,,,,স্যার ক্লাসে আসে,,,,,,
এই ছেলে দাড়াও(স্যার)
জি স্যার বলেন,,,(আমি)
এগুলো কি পরে এসেছো?(স্যার) 
স্যার পোশাক,,, (আমি)
ছোট লোকের বাচ্চাদের এখানে ডুকাই কে?.তুমি এখনি ক্লাস থেকে বের হয়ে যাও?(স্যার).
স্যার আমি.(আমি)
কথা কানে যায় না বের হতে বলছি না,,,😡😡(স্যার).
জি স্যার বের হচ্ছি😭🥺(আমি),,
তারপর ক্লাস থেকে বের হয়ে,একটা গাছের নিচে বসে আসি,আর ভাবছি সবাই আমাকে নিয়ে ক্লাসে হাসাহাসি করছে শুধু রাকিব ছাড়া। সবাই যদি রাকিবের মতো হতো তাহলে আজ আমি অবহেলিত হতাম না।আমি গরিব বলে আজ আমাকে ক্লাস থেকে এভাবে অপমান করে বের করে দিতো না,,।,,,,
,,,,,,,,,,,,,,,,,,এই দিকে ক্লাস রুমে,,,,,,,,,,,,,
,,,,,,,,,,
সবাইকে আজ একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দিবো।ছেলেটা সবার থেকে ভালো রেজাল্ট করে আমাদের এই কলেজে আসছে,,,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,

Comments

    Please login to post comment. Login