একটা ভালোবাসা ছিল... বলা হয়নি কখনো।
সে চুপচাপ ভালোবাসত, আর স্যারও বুঝতেন... কিন্তু সময়, সমাজ আর দূরত্ব—সব কিছু যেন ওদের মাঝখানে দাঁড়িয়েছিল।
"নীরব ভালোবাসা" এক মেয়ে রাত্রির গল্প, যার হৃদয়ে কষ্ট জমেছে অজস্র শব্দহীন ভালোবাসায়। একজন শিক্ষক, একটুকু সহানুভূতি, আর একটা জীবন বদলে দেওয়ার গল্প...
কিছু ভালোবাসা প্রকাশ পায় না—তবু তা মিথ্যে হয় না।
পড়ুন হৃদয়ছোঁয়া এই কষ্টের গল্পটি…
This is a premium post.