Posts

গল্প

তুমি শুধু আমার. পাট২

June 16, 2025

md sayan haque Yaseen

60
View

পলাশ:দেখি আপনার হাতেত অনেকটুকুই কেতে গেছে ডাক্তারের কাছে জেতে হবে  চলুন।

নিলিমা:না আমি ঠিক আছি আমার কিছু হয়নি  বলেই চলে যেতে নিলে

পলাশ:দারান,স্পসট দেখা জাচ্ছে আপনি বেথা পেয়েছেন

যেহেতু ভুলটা আমার তাই আমি মনে করি ডাক্তারের কাছে জেতে হবে বলে যোর করে নিয়ে গেল

ডাক্তার বেনডেজ করে কিছু অসুধ লিখে দিলেন,অসুধগুল নিয়ে পলাশ নিলিমাকে জোর করে বাড়ি পৌছে দিল

নিলিমা:কি ছেলেরে বাবা, ধাক্কাও দিল আবার অসুধ কিনে বাড়িও পৌছে দিল।

এসব ছিন্তা করতে করতে নিলিমা বাসার কলিংবেলটা বাজালো। দরজা খুলে নিলিমার বোন আফ্রা বোনের অবস্থা দেখে উত্তেজিত হয়ে মাকে ডাক্তে লাগলো

 আফ্রা:মা দেখে জাউ তুমার মেয়ে কি অবস্থা করে এসেছে নিজের।

হন্তদন্ত হয়ে ছুটে এলেন নিলিমার মালিহা রহমান মেয়ের হাতে বেনডেজ দেখে তিনি কান্না করে দিলেন আর জিজ্ঞেস করতে লাগ্লেন কি করে হল এইসব,নিলিমা মায়ের কান্না দেখে  বল্ল 

নিলিমা:বলার সময়টুকুত আমাকে দেবে তানা কান্না করা শুরু করলে।

মালিহা:আচ্ছা ঠিক আছে এবার বল কি হয়েছে

নিলিমা :সবকিছু খুলে বলল এবং এটাও বলল ছেলেটা তাকে  ডাকতার দেখিয়ে বাড়ি পৌছে দিয়েছে।

এইদিকে পলাশ বারি আসার পর থেকেই মনটা কেমন ছটফট করছে সে নিজেও বুঝতে পারছেনা কারন একদেখতে যে কাউকে এতটা ভাল লেগে যাবে এটা সে বুঝতেও পারেনি।

পলাশ:মন্টা কেমন ছটফট করছে মেয়েটাকে আরেকনজরদেখব বলে কি আছে তার মাঝে যে একদেখাতেই ভুলতে পারছিনা এতটা শান্ত মেয়ে আমি কখনই দেখিনি যে করেই হক তুমি শুধু আমার হবে ময়না পাখি যে একদেখাতেই রিদয় আন্দলিত করল যাই হক সেই হবে আমার মনের রানি।

নিলিমা রহমান বাবা মায়ের বর মেয়ে দেখতে ফরশা গল্গাল মুখ খুবি মায়াবি জেকেউই এক দেখায় প্রেমে পরতে বাদ্ধ এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পরছে  বাবা একজন বেনকার মা গৃহিনীএছারাও আছে ছুট বন আফ্রা রহমান এইবার এস এস সি দেবে 

সাম্নেই এইচ এস সি পরিক্ষা তাই মন দিয়ে পরছে নিলিমা তখনি আফ্রা এসে বনকে রাগাতে লাগল বয়সে বেসি তফাত না হউয়ায় দুই বন কিছু না কিছু নিয়ে ঝগ্রা করতেই থাকে এটা তাদের অভ্যআস কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকতে পারেনা।

পরের দিন সকালে নিলিমা উঠে  ননাস্তা করে কলেজ চলে জায় জাউয়ার পথেই দেখতে পায় রাস্তায় কতগুল বখাটে ছেলে দারিয়ে আছে তাদের মদ্ধে একজন হচ্ছে নাইম যে প্রতিদিন কলেজ যাওয়ার সময় নিলিলাকে বিরক্ত করে আজ আজঅ যাওয়ার সময় পথ আগলে দারায়

নাইম:কিগ সুন্দরি কতদিন পিছে পিছে ঘুরাবা এখন্ত একটু মধু খাউয়াউ 

এইসব অশ্লিল কথা শুনে নিলিমার কান গরম হয়ে উঠে তাই রেগে নিলিমা একটা থাপ্পর বসিয়ে দেয়  নাইমের গালে থাপ্পড় মারায় নাইম নিলিমার রেগে বলে উঠে

নাইম:এতদিন ভালো করে বুঝিএছি আজ আমার গালে থাপ্পড় মেরে দিলি এত সাহস তর আজ তর এমন অবস্থা করব কথাউ মুখ দেখাতে পারবিনা বলেই টেনে নিয়ে যেতে লাগল নিলিমা ভয় পেয়ে চিৎকার করতে লাগল

নিলিমা : প্লিজ ছেরে দিন আমার এত বর সরবনাশ করবেন্না কে আছ বাচাউ আমাকে।

তখনি সেইপথে কাজে পলাশ যাচ্ছিল কিবেপার কারো গলা শুনলআম মনে হল পেছনে তাকিএ জা দেখল তাতে……..

চলবে

Comments

    Please login to post comment. Login