ভালোবাসা খুব সস্তা অনুভূতি নয়, এটি হৃদয়ে ধারণ করতে হয়, শুধু ভালোবাসা থাকলেই হয় না ভালোবাসার মানুষটির ভালো থাকার দায়িত্ব ও নিতে হয়
ভালোবাসলে একটু যত্ন ও করতে হয়,আর সেটা আসে একদম অন্তরের অন্তঃস্থল থেকে,
আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, নিশ্চয়ই তাকে কষ্ট দিতে চাইবেন না?
কিন্তু কখনো ভেবে দেখেছেন কি?
তাকে আপনি কষ্ট দিচ্ছেন ,,,
দিন এর পর দিন কষ্ট দিচ্ছেন, প্রতিনিয়ত কষ্টে জর্জরিত করছেন তাকে,
তার পাশে থেকেও তার একাকীত্ব দূর করতে পারলেন না, আপনি কাউকে ভালোবাসেন অথচ তার ভালো থাকা নিয়ে আপনার কোন মাথা ব্যাথা নেই, আপনার মধ্যে বিন্দুমাত্র অনুশুচনা নেই, না তাকে কোন সময় দেন, না তাকে ঠিকঠাক বুঝতে পারেন,তার ছোট ছোট আবদার, পছন্দ অপছন্দের কোন মূল্য নেই আপনার কাছে, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত,
কিন্তু দাবি করেন আপনি তাকে ভালোবাসেন! আপনার এই ভালোবাসা মূল্যহীন,
আপনি ভালোবাসার মানুষটিকে সময় দিন, প্রান খুলে কথা বলুন কাছের মানুষটি আর একাকীত্বে থাকবেনা,
আসলে ভালোবাসলে একটু যত্ন করতে হয়, যত্ন যেখানে আছে ভালোবাসা সেখানে অনেক বেশি সুন্দর ,,,,,,,
147
View