যৌন আচরণের বিশ্লেষণে সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন -মানুষের আদি প্ররোচক শক্তি হলো libido, যা চেতনে-অচেতনে মানব আচরণকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই লিবিডোর প্রবাহ যখন সামাজিক নিয়ন্ত্রণ ও নৈতিক শালীনতার অবজ্ঞায় রূপ নেয়, তখন তা বিকার হয়ে ওঠে। তুষার বা তার মতো অপরাধীরা সেই বিকারেরই নামান্তর।