তোমার বুকে একটা ছোট পাখি হয়ে
কাঁদতে ইচ্ছে করছে আজ!
কতদিন জড়িয়ে ধরি না তোমায়
রাখি না হাতের ওপর হাত।
তোমায় জড়িয়ে ধরে কেটে গেছে
কত বেলা; হাতের ওপর হাত রেখে
পার হয়েছে কত বছর।
এরপর হাজার বছর হয়ে গেলো
তোমার হাতে হাত রাখি না।
আমাকে জড়িয়ে ধরো প্রিয়তমা,
শুধু তোমার বুকে মাথা রেখে
একটা ছোট পাখি হয়ে কাঁদবো।
তুমি জানো প্রিয়তমা তোমাকে জড়িয়ে ধরলে
তোমার স্তনের স্পর্শে আলোড়িত হওয়াার থেকে
বেশি আলোড়িত হই চুলের ভেতর
তোমার হাতের খেলায়!
শুধু আরেকবার আমায় জড়িয়ে ধরো প্রিয়তমা
তোমাার বুকে মাথা রেখে ছোট পাখি হয়ে কাঁদবো।
তোমার গ্রীবায় একটা লাল তিল হয়ে থেকে যাবো!
52
View