কী যায় আসে?
তোষননীতি, শোষণনীতি, লুটেরনীতি আর
খুনেরনীতির সাথে
রাজনীতিটার বড়ই মধুর টান
চাই ক্ষমতা, ভোগদখলের
হয় হয়ে যাক,
দেশ জনতার উন্নতি আর সবকিছু খান খান।
রাজনীতিটা নাইতো আগের রাজনীতিরই মাঠে
বদলে গেছে তার অবস্থান
পল্টনে নয়, সংসদে নয় চারপায়ারই খাটে—
আজ এমন নীতিই আসল নীতি, স্বজনপ্রীতি যত
অভিধানে আছে আরো আপন আপন শত
হক তাদেরই, ওরাই পাবে সব
আর, সব শালারা দাসানুদাস
দু'মোঠো ভাত খাবার জন্যে মরুক অবিরত।
কী যায় আসে? ক্ষমতাটাই আসল কথা
এটা ক্ষমা কিংবা কৃপার জায়গা নয়
যা পারো তা ছো মেরে খাও
ফাঁসির দড়ি, জেল দরজা খোলা তো নিশ্চয়।
রাজনীতিবিদ সবই বোঝেন, গাড়ির চাকা
ওঠে এবং নামে
তবু কী তার বাগাড়ম্বর একটুখানি থামে?
মহাকালে আছে লেখা, থাকবেও তা জানি
রাজনীতিবিদ চিরকালই একটু অভিমানী।