কবিতার নামঃ বিদ্রোহী কবি।
কবিঃআরিফুজ্জামান সোহাগ।
লিখতে বসে কলম হঠাৎ
প্রশ্ন করে বসে?
যাকে নিয়ে লিখছো তুমি
সে কী তোমায় চেনে?
আমি তখন হেসে বললাম
হয়তো বা মোরে চেনে!
স্বপ্নে নয়তো কল্পনাতে সে
কবিতাখানা পড়ে।
নজরুলের এই জন্মজয়ন্তী
অনুষ্ঠানে এসে,
কবিতাখানা পাঠ করছি
নিজের লেখা বলে।
পিতার নাম ফকির হলেও
মাতা জাহেদা খাতুন,
বলছি আমি বিদ্রোহী কবি
সত্যিই একটা আগুন।
রাখিনি মুখে দাড়ি আমার
রেখেছি ঝাকরা চুল!
বলছি আমি বিদ্রোহী কবি
কাজী নজরুল!
প্রতিযোগী নাংঃ-২
