উল্যাস
বাঁধন
আমি শান্ত, আমি নিরর্বান,
আমি করুন, আমি দুরর্বান।
আমি বড় ভীত, আমার নেই কোনো
সংহার, সৃষ্টির পথে আমি কেবল উন্মাদ।
আমি সৃষ্টি, আমি লক্ষ্য,
আমি শান্ত, আমি উচ্ছ্বাস
সৃষ্টি আমার উদ্ভাবন, সৃষ্টিই আমার সংহার।
আমি প্রবল কাজী নজরুল, আমি শান্ত জীবনানন্দ।
রনক্ষেত্র - রণবীর, করি চূরমার চূর্ণ বিঘ্ন বীর।
সৃষ্টির পথে আমি একাকীর, আমি উন্মাদ আমি চির উন্নত, আমি স্বাধীন।
আমি ক্লান্ত, আমি নির্ভিক, আমি সুন্দর, আমি চৌচির।
আমি সৃষ্টি করি মুক্ত প্রানের বীর।
আমি নই সৃষ্টা, আমি সৃষ্টি।
আমি সৃষ্টির পথে হতে চাই উদ্যান।
আমি হাওয়া আমি বেগ, আমি চৈত্র খরা,
আমি সংহার প্রতিরোধ, আমি ঝংধরা প্রতিবাদ।
সৃষ্টির পথে আমি এক নতুন প্রাণ।
কভু নহে হইয়ো ভয়ে ভীত,
জননীর চরনে তা সর্বদা লাজকীয়।
এ পথে হাজারো বাঁধা বোণা।
তা বলে কভু সৃষ্টির পথে হবোনা পিছুপা।
বলো বীর, শোনো বীর,
সৃষ্টি আমার উদ্ভাবন, সৃষ্টিই আমার সংহার।
সৃষ্টির পথে আমি উন্মাদ, সৃষ্টিতেই আমার উল্যাস।
