Posts

গল্প

আনন্দের খোঁজে

June 18, 2025

উত্তম চক্রবর্তী

55
View

বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে ছিলেন আশি বছর বয়সী মীনা দিদিমা। পাশে বসে থাকা তরুণ স্বেচ্ছাসেবক রাজু জিজ্ঞেস করলো,
-দিদিমা, আপনি কীভাবে এত হাসিখুশি থাকেন? আপনার তো পরিবারও নেই।

মীনা দিদিমা বললেন,
একসময় আমারও ছিল সবকিছু। স্বামী, সন্তান, বাড়ি… কিন্তু সময়ের সঙ্গে সব হারিয়েছি। একদিন আমি সিদ্ধান্ত নিলাম- আমার যা নেই, তা নিয়ে কাঁদব না; বরং যা আছে, তা নিয়ে হাসব।

রাজু চুপ করে শুনছিল।

দিদিমা বললেন,
আমি প্রতিদিন সকালে সূর্য দেখে হাসি, এক কাপ চা পান করে ধন্যবাদ দিই, কারো হাতে একটা মিষ্টি দিলেও আনন্দ পাই। জানো রাজু, সুখ খুঁজতে হয় না- সেটা বানাতে হয়।

যা কিছু নেই, তার শোক করলে জীবন শুকিয়ে যায়; কিন্তু যা আছে, তার আনন্দে থাকলে জীবন আবার ফুলে ফুলে ভরে ওঠে।

তাং- ১৭/০৬/২০২৫ ইং

Comments

    Please login to post comment. Login