
করোনা,করিনা
তুমি আমায় ধরোনা
করোনা,করোনা।
তোমার বাড়ি চায়না,
শ্বশুর বাড়ি হায়না।
বাপের বাড়ি ফিরে যাও।
আর বেড়িও না।
তোমার জন্য সব হারালাম,তবুও তুমি ছাড়লেনা।
তোমার জন্ম ২০১৯ শে
সময়টা তখন বেশ আয়েশের।
আয়েশটাকে ধ্বংস করে,খায়েশটাকে মিটিয়ে।
তুমি আমায় ছাড়লেনা।
ছাড়লেনা,ছাড়লেনা।
কেন আমায় ছাড়ছোনা।
বাপের বাড়ি ফিরে যাও,সঙ্গে ২মুঠো ভাত খাও।
তোমার বাপ বাদুড়, দেয় শুধু হাগু।
তোমার ছেলে ওমিক্রন,
দেয় শুধু সংক্রমণ।
তোমায় আমি ডরিনা,
ডরি না, ডরি না।
এবার তো বাবা বিদায় নাও।
নিয়ে গেলে শত প্রাণ।
দিয়ে গেলে শত ত্রাণ।
করে গেলে নিঃস্ব,
শাসিয়া বিশ্ব।
তবু বলি চলে যাও,না নিয়া মোর শিষ্য।