ইরানের একাকিত্ব আসলে এক আয়না, যেখানে প্রতিফলিত হয় গোটা মুসলিম বিশ্বের লজ্জা, দ্বিচারিতা ও বাছাই করা আবেগের চেহারা। ইসলাম যদি ন্যায়, প্রতিরোধ ও সাম্যবাদের ধর্ম হয়, তবে এই চুপচাপ দাঁড়িয়ে থাকা মুসলিম রাষ্ট্রগুলোকে ইতিহাস ক্ষমা করবে না। কারণ নির্যাতিতের পাশে না দাঁড়ানো মানেই পরোক্ষে নির্যাতকের সহযোগী হয়ে ওঠা। বাছাই প্রতিবাদের খাড়ায় পড়ে কার সাথে আপনার বন্ধুত্ব মিলেমিশে একাকার হচ্ছে -সেই হিসাব মহাপ্রকৃতি নেবে না?