Posts

কবিতা

জুলাইয়ের জনপদে…মোহাম্মদ ফয়সাল।

June 18, 2025

Md Alauddin

191
View

কবিতার নাম:জুলাইয়ের জনপদে।
কলমে: মোহাম্মদ ফয়সা।


জুলাই এলো, ঝড় তুললো চোখে,
স্মৃতির পাতায় আগুন রঙা শোকে।
কোটা নিয়ে উঠলো তর্ক-তাল,
প্রশ্ন উঠল—এই কি ন্যায়ের চাল?

রাস্তায় নামলো একদল ছেলে,
ভয় পিছুটান, তবু হৃদয়ে জ্বলে।
শ্লোগানে ভরে উঠলো নগর,
তবু এল গুলি—নিঃস্ব হল অন্তর।

রক্ত ঝরলো পল্টন চত্বরে,
লাশ পড়লো শাহবাগের কাব্যে।
১৪০০ প্রাণ—পূজার ফুল নয়,
এ এক ইতিহাস, ছেঁড়া স্বপ্নময়।

কারা ছিল শাসক, কে দিল আদেশ?
কে নিল প্রাণ, বলো—কাদের অভিশেষ?
সাহসী সেই কণ্ঠ—বাঁধ মানে না,
বুলেট চিরে জয়গান গায় না?

আসলো সেই দিন—পদত্যাগ হাসিনা,
সিংহাসনে উঠলো বদলের বাসনা।
ইউনূস এলেন, অন্তরালে আলো,
নতুন ভোরে উঠলো বাঁচার ভালো।

জনতার ইচ্ছা, যুবকের দাবী,
চুপ করে ছিল না আর কোন কবি।
জুলাই মানে এক বিদ্রোহী পাঁজর,
যেখানে জন্ম নেয় সত্যের মজর।

Comments

    Please login to post comment. Login