জুলাইয়ের বিচ্ছু
তাসনূভা সালসাবিল
চব্বিশ সালে জুলাই এলো
পাখির কলরবে,
এই জুলাইয়ে শুরু হলো
ছাত্র আন্দোলন সবে।
আন্দোলনে শহিদ হলো
হাজার হাজার ভাই
তাঁরা মায়ের কোলে
মাথা রেখে
শুতে পায় না ঠাঁই।
চলে গেলো
মোদের ছেড়ে
আনাস,মুগ্ধ, সাইদ,
তাদের মা-বাবা কেমন আছে
কে করে তাদের গাইড?
হাজার বিচ্ছু ছাত্র-ছাত্রীর
রক্তে পেলাম দেশ,
তারা লাত্থি মেরে উড়িয়ে দিলো
সৈরাশাসক শেষ।
তাঁদের সারাজীবন স্মরণ করবে
এই বাঙালি জাতি,
তাঁদের মা বসে আছেন
শাড়ির আঁচল পাতি।
তাঁরা কি মূল্যহীন
তাঁরা কি পণ্য?
এই রক্তের বিনিময়
তাঁরা শ্রেষ্ঠ হিসেবে
গণ্য।
তাঁদের কেন মারা হলো
তাঁদের কি দোষ ছিলো?
এই রক্তের বিনিময়ে
প্রভু স্বাধীন দেশ দিলো।
নতুন করে তৈরি হলো
নতুন এক দেশ,
এবা থেকে বলবো মোরা
স্বাধীন বাংলাদেশ।
প্রতিযোগী নঃ৬