Posts

কবিতা

নামহীন নক্ষত্র-------জান্নাতুন ইল্লিন

June 18, 2025

Md Alauddin

147
View

নাম :- জান্নাতুল ইল্লিন 
শ্রেণি :- নবম 
বিভাগ :- বিজ্ঞান 
এবং রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। 
ঠিকানা :- অক্সিজেন বায়েজিদ চট্টগ্রাম। 
আশা করি বিজয়ী হতে পারব


কবিতাটি সম্পুর্ণ আমার নিজের হাতে লিখা। কবিতাটি পরিবারে অনেক হিট করেছিল। মা বাবা অনেক উৎসাহ দিয়েছে যাতে কবিতাটি পুরো পুরি ভাবে শেষ করতে পারি। আমি চেয়েছিলাম কবিতাটি পাবলিস করতে কিন্তু সময়ের কারণে পেরে ওঠছিনা। কবিতাটি আশাকরি আপনাদের মন কেড়ে নিবে। বিজয়ী হওয়ার খুব ইচ্ছে। আরও ইচ্ছে আছে এই প্রথম কবিতাটির মাধ্যমে নিজের কবি হওয়ার যাত্রা শুরু করা।


নামহীন নক্ষত্র
লেখক :- জান্নাতুন ইল্লিন

চাঁদের মুখে লেখা ছিল গোপন কোনো গান,
শুনতে গেলে হারিয়ে যায় সময়েরই প্রাণ।
পাতার ফাঁকে ঘুমিয়ে ছিল স্বপ্নের এক নদী,
ভোরের আগে জানল না কেউ সে ছিল কত গভীর।
আকাশ ছুঁয়ে ফিরেছিল এক নামহীন পাখি,
তার ডানায় আঁকা ছিল দিগন্তের আঁখি।
কোনো শহর চিনল না তার পদচিহ্ন চুপচাপ,
তবুও সে রেখে গেল বাতা।

Comments

    Please login to post comment. Login