কবিতাঃদূষণ।
লেখকঃমোঃমুকিত ইসলাম।
সবুজ-শ্যামল শস্য দিয়ে
ভরা আমার এ দেশ।
মাটি, পানি,বায়ু, গাছপালা
সব মিলিয়ে আমাদের পরিবেশ।।
বিভিন্ন বাহানায় পরিবেশের ক্ষতি
করছি আমরা সারাক্ষণ।
জানি না তো মোরা কত প্রকারে
পরিবেশটাকে করছি প্রতি নিয়ত দূষণ।।
আজ পরিবেশ দূষণ ধরনীর মাঝে
ধারণ করেছে বিশাল আকার।
আজ সবাই মোরা জানি
দূষণ যে শুধু চার প্রকার।।
বিনা প্রয়োজনে রাস্তায়
বাজে মাইক ও গাড়ির হর্ণ।
বেজাই সব শব্দের ফলে
রোজ হচ্ছে শব্দ দূষণ।।
যানবাহন ও কলকারখানার কালো
ধোঁয়ায় বায়ু হচ্ছে দূষণ।
ময়লা-আবর্জনা পানিতে ফেলে
রোগ বালাই বেড়েছে এখন।।
মাটি দূষণ, পানি দূষণ
দূষণ আজ মানুষেরও মন।
সর্ব প্রকার দূষণ মিলে
আজ পরিবেশটা হচ্ছে দূষণ।।
এসো আজ সবাই মিলে
হয় পরিবেশ দূষণে সচেতন।
কাঁধে কাঁধ মিলিয়ে আজ
প্রতিরোধ করি পরিবেশ দূষণ।।