রোদ ও বৃষ্টি
আবিদা সুলতানা আইরিন
গগনের গরজে কালো মেঘে
ছাইয়াছে আকাশ আছে সে রেগে,
ঝরাইবে ধরায় সে আজি
ভীষণ বর্ষণ বলিবে সকল "পাঁজি"।
গর্জনে বর্ষণে তলিবে সব
বলিবে সকল বাঁচাও "হে রব"
এমন ধারায় বর্ষণ দেখি নাই আগে
আকাশ বলিবে, পাইয়াছি এইবার বাগে।
ভরিবে সব খাল বিল ডোবা
থাকিবে সব হয়ে আধা জল চোবা,
দুশ্চিন্তায় কেউ কেউ বলিবে তখন
করিয়াছি ভুল কাটিয়া গাছ এখন।
তাই তো রোদ বৃষ্টি নাহি কোন মিল
একজনা আসিলে অন্য পলায়ন ঝিল
কখনো প্লাবনে কখনো খরায়
ডুবিতেছি মোরা আজি এ ধরায়।
ধ্বংসের কিনারে বিশ্ব আজি
টিকাইয়া রাখিতে গাছ দিয়া সাজি,
জলবায়ু তবেই থাকিবে ভারসাম্যে
জীবজগত ফিরিবে বৈচিত্র্যের সাম্যে।
রোদ আর বৃষ্টি তখন করিবে চুক্তি
দেখাইবে না আর তাদের ভীষণ শক্তি,
স্বস্তি ফিরিবে আবার ধরায়
নিবে না আর কেউ তাহা সরায়।
