ছাত্রশিবির
ওবায়দুল্লাহ বিন লুৎফুর রহমান
আদর্শের দীপ্ত মশাল হাতে,
চলে তারা সত্যের পথে।
শহীদদের স্বপ্ন বুকে নিয়ে,
জাগায় তারা দীপ্ত শপথে।
আলোর যাত্রায় অন্ধকারে,
শিক্ষার আলো জ্বালে ঘরে ঘরে।
সংস্কার গড়ে, চরিত্র গঠনে,
তাওহীদের বাণী পৌঁছে মননে।
কাজের মাঝে বিনয় থাকে,
আচরণে থাকে ইসলামি ছাকে।
সেবায়-সংগঠনে, দায়িত্ববোধে,
তারা দাঁড়ায় প্রতিটি মোড়ে।
তারা নয় ভীরু কোনো দল,
সংগ্রামে নেয় ঈমানের বল।
সত্য ও ন্যায়ের পথে চলে,
আদর্শে গড়ে নতুন কলে।