Posts

কবিতা

ইনসাফের গান গাই…তালহা সিদ্দিকী

June 19, 2025

Md Alauddin

123
View

ইনসাফের গান গাই

আবু তালহা সিদ্দিকী 


সম্যের কথা বলতে আমি 

দিধান্বিত হই, 

সাম্যের কথা বলি না ভাই 

সাম্যবাদী নই।


সাম্য নিয়ে গাই না আমি 

ইনসাফের গান গাই,

এই দুনিয়ায় আমি এখন 

ন্যায্য পাওনা চাই।


ইনসাফ মানে সাম্য হবে

সাম্য মানে ইনসাফ নয়,

ইনসাফ কায়েম করতে গিয়ে

করো নাকো কোন ভয়।

ইনসাফ যদি কায়েম করো

হবে পুরুষ নারীর জয়।


সাম্যের কথা বলে যারা

তারা বড়ো চোর,

হাজার ভুলের একটা ধরলে

তারা দিবে দোড়।


সকল সৃষ্টির নিজস্ব এক

চমৎকার গুণ থাকে,

তাইতো খোদা নারী পুরুষ 

জোড়ায় জোড়ায় আকে,

নারী পুরুষ কেন একে

অন্যের পিছে লাগে।


তবু বলছো সাম্যের কথা

তোমরা লজ্জ্বাহীন,

মুসলিম দেশে দেখো একবার

তোমাদের দল ক্ষীণ,

পশ্চিমারা বাজিয়েই যায় 

কলাপাতার বীণ।


জুতার আঘাত পেলে আবার

সহ্য হবে কি,

তাইতো তোদের বলছি পালা

দেখলে লাগে ছি।

Comments

    Please login to post comment. Login