শ্রমিক শ্রদ্ধা
✍️আব্দুল মুহিত
শ্রমিক মামা চলে যান,
সকালবেলা কাজে,
ইট-বালি আর সিমেন্টেতে
দিনটা তাদের সাজে।
হেলমেট পরে মাথায়,
গামছা কাঁধে রাখে,
ঘামে ভেজা শার্ট পকেটে
লোহা ভরা থাকে।
ঠুস করে বাজে হাতুড়ি,
ঠং করে উঠে রড,
তবুও মামা হাসি দেয়
এটাই কাজের মোড
মাটি কেটে, দালান গড়ে,
বাড়ি তোলে রাজ
শ্রমিক মামা না থাকলে
কে দেবে সেই সাজ?
আজকে তাই দিবস তার,
গাই তারই গান,
দেশ সাজাতে বাজি রাখে
এই শ্রমিকের প্রাণ।
শ্রদ্ধা জানাও সবাই মিলে,
বৈষম্যরুদের আশায়
আমি তাদের শ্রদ্ধা জানাই
কবিতারই ভাষায়।