Posts

কবিতা

তাসফিয়া ফারাহ…ঐ ছেলেটা

June 19, 2025

Md Alauddin

517
View

তাসফিয়া ফারাহ

ঐ ছেলেটা

ঐ যে ছেলেটাকে দেখছো - অসম্ভব বেপরোয়া;
কাউকে তোয়াক্কা করে না।
কত অপ্রেম এসে তাকে আঘাত করে গেলো
কিন্তু তার গন্তব্য পাল্টায়নি -
পাহাড়ি ঝিরির মত শান্ত বেগে তার অবিরাম বয়ে চলা।
তার শিরিষ কাগজের মত খসখসে ঠোঁট দিয়ে সে প্রেমিকার দুঃখ ঘষে তুলে ফেলতে জানে।
ছেলেটার দুঃখগুলো জোনাকির মত - পথ দেখায়।
তার ভাবনাগুলো যেন আভোগীর সপাট তান,
যেন তা সেতারে বাজে অবিরাম প্রেমিকার কানে:
স্নানের সময়, শোবার সময়, কলেজে যাবার সময়।
ছেলেটার প্রেম সদ্যজাত শিশুর মত হাত-পা ছোঁড়ে,
কখনো ভয়ে জাপটে ধরে মাকে।
ছেলেটা একটা বেড়ালই বটে - ক্ষুধা পেলে গভীর জলের মাছ ছাড়া কিছু খায় না।

Comments

    Please login to post comment. Login