Posts

নিউজ

বিল ক্লিনটনের নতুন থ্রিলার ‘দ্য ফার্স্ট জেন্টলম্যান’

June 19, 2025

নিউজ ফ্যাক্টরি

89
View

পাঠকদের জন্য নতুন একটি থ্রিলার নিয়ে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ‘দ্য ফার্স্ট জেন্টলম্যান’ নামের উপন্যাসটি চলতি মাসের ২ তারিখ প্রকাশিত হয়েছে। বরাবরের মতই এই বইয়েও তার সহ লেখক হিসেবে আছেন বেস্টসেলিং লেখক জেমস প্যাটারসন।  

‘দ্য ফার্স্ট জেন্টলম্যান’ নামের থ্রিলারটিতে একজন মার্কিন প্রেসিডেন্টের স্বামীর কঠিন পরিণতির গল্প বলা হয়েছে। ফুটবল তারকা থেকে তিনি মার্কিন প্রেসিডেন্টের জীবনসঙ্গীতে পরিণত হন। কিন্তু ১৭ বছর আগে তার বান্ধবীকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হন তিনি। ফার্স্ট জেন্টলম্যান কি আসলেই একজন খুনি? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেন দুই জন মেধাবী অনুসন্ধানী সাংবাদিক।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি হিলারি ক্লিনটন জয়ী হতেন তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিল ক্লিনটন হতেন প্রথম ফার্স্ট জেন্টলম্যান। এই প্রসঙ্গে ক্লিনটন বলেন, একজন প্রেসিডেন্টের স্বামী হিসেবে আমি কি ভূমিকা রাখতে পারব তা নিয়ে অনেক ভেবেছিলাম। আমি কীভাবে তাকে সাহায্য কারতে পারব তা নিয়েও অনেক চিন্তা ছিল। আমি ভেবেছিলাম হিলারিই আমার জীবনে দেখা রাষ্ট্রপতি হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিল।

উল্লেখ্য, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ৩টি পলিটিকাল থ্রিলার লিখেছেন। তার প্রথম থ্রিলারের নাম ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। এটি ২০১৮ সালে প্রকাশিত হয়। ২০২১ সালে ‘দ্য প্রেসিডেন্টস ডটার’ নামে দ্বিতীয় থ্রিলার প্রকাশ করেন তিনি। এই বইগুলোতে ক্লিনটনের সহ লেখক হিসেবে আছেন জেমস প্যাটারসন।

এছাড়া ‘মাই লাইফ’ নামে একটি আত্মজীবনীও লিখেছেন ক্লিনটন। বইটি ২০০৪ সালে প্রকাশিত হয়। ১ হাজার ৮ পৃষ্ঠার বিশাল বইটি বেস্টসেলার বইয়ে পরিণত হয়েছিল। এটি ২.৩ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছিল। তিনি একটি ননফিকশন বইও লিখেছেন।এটির নাম ‘ব্যাক টু ওয়ার্ক: হোয়াই উই নিড স্মার্ট গভার্নমেন্ট ফর অ্যা স্ট্রং ইকোনমি’। বইটি ২০১১ সালে প্রকাশিত হয়। 

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login