Posts

কবিতা

নিভে যাওয়ার আগে

June 20, 2025

Milu Aman

230
View

ধাঁধার বাক্সগুলো এলোমেলো,
সমাধানের পথ খুঁজে পাওয়া দায়।
হতাশা থেকে জন্ম নেয় নীরব ক্ষোভ,
সুনামির আগে সমুদ্রের স্তব্ধতার মতো।
বদলে যাচ্ছে পুরোনো সব সংজ্ঞা,
ডিকশনারির পাতা ধুলোয় লুটায়।
ঘরের ভেতর ঢুকে পড়েছে রাষ্ট্র,
বিষ ফোঁড়নের হঠাৎ বিস্ফোরণ!
দরজাগুলো আর্তনাদে দুর্বল, 
কব্জায় জং ধরা, নড়বড়ে।
দমবন্ধ করা বাস্তবতার মুখোমুখি—
অসহায়, সর্বহারা দাঁড়িয়ে থাকা।
প্রশ্নের বিপরীতে আসে পাল্টা প্রশ্ন,
শেষে প্রশ্নটাই জানলা গলে পালিয়ে বাঁচে।
উত্তরগুলো দক্ষিণা বাতাসে উড়ে যায়,
ঘড়িগুলোও পিছিয়ে যাচ্ছে সব একসাথে।
শিরোনামে লুকিয়ে থাকে অসমাপ্ত চিৎকার,
বিজ্ঞাপনের ফাঁকে লুকানো হয় সত্য।
আলোর বদলে ছড়িয়ে পড়ে ভয়,
এক অন্ধকার সময়ের সূচনালগ্ন যেন।
কারা যেন সবই জানে,
তবু তাদের মুখে তালা।
অতীতকে বর্তমানের সাথে গুলিয়ে 
ভবিষ্যতের নামে চলে প্রতারণা।
তোমার কবিতায় জ্বলতো আগুন,
আজ কেবল ধোঁয়ার ছায়া।
তোমার ছায়ায় লুকিয়ে থাকা আগুনের 
জ্বলে উঠার অপেক্ষায়, আজও…

Comments

    Please login to post comment. Login