#গরিবের ভালোবাসা
#শেষ পর্ব.
#লেখকঃশিহাবুজ্জামান শাওন,,
,,,,,,,,,,,,,তার কিছুদিন পর শাওন কলেজ যায়,,,,,,কলেজে ডুকার সাথেই সে-ই দিনের মেয়েটি,,,
কেমন আছেন?(মেয়েটি),
,,,,,,,,,,,।
নিশ্চুপ (আমি)
আচ্ছা চলুন,,,(মেয়েটি)
,,,,,তারপর শাওন আর মেয়েটি ক্লাসে যায়,,এটা দেখে রাহি তো রেগে ফায়ার,,,,,
এই মেয়েটা আমার শাওনের পিছু ছাড়ে না কেন ধুরর এর জন্য কছু করতে হবে অনেকটা রেগে,,(রাহি).
,,,,,,,,তারপর মেয়েটি শাওন কে চুপ থাকতে দেখে অকে নিয়ে ক্লাস থেকে বের হয়।
,,,,,,,,,,হঠাৎ রাহি এসে বলে,,,,,,
এই শাওন এইদিকে আয়?(রাহি).
শাওন কোনো কথা না শুনে হেটে চলে যাচ্ছে। এটা দেখে রাহি আরো রেগে মেগে শাওনের কলার চেপে ধরে,,,,
ওই তকে ডাকছি যে শুনতে পাস না?(রাহি)
কোনো কথা না বলে,, কলার থেকে হাতটা ছাড়িয়ে শাওন আবার হাটা দেয়,,,,
সরি আর কখনো তর সাথে খারাপ ব্যবহার করবো না,,এইযে দেখ কানে ধরছি(রাহি),,
,,,,,,
হঠাৎ করে রিয়া এসে শাওনের হাত ধরে বলে,,,,,,
শাওন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও,, আমরা আসলে বড় লোকেরা কখনো গরিবের কষ্ট বুঝি না।তোমাকে অনেক কষ্ট দিছি আমাকে ক্ষমা করে দাও,,😭😭😭 (রিয়া)
,,,, আরে আরে কান্না করছেন কেনো?.আমি কিছু মনে করি নাই। ওসব কথা ভুলে যান(আমি).
,,আমরা ফ্রেন্ড হতে পারি?(রিয়া).
হুমমমম(আমি)
আর আমি(রাহি)
হুমমম (আমি).
আর আমিও সরি সেদিনের জন্য,,,(মেয়েটি নাম দিলাম রুমা).
চল সবায়,,(রাহি+রিয়া).
তরা থাক আমার উনি আসছে একটু দেখা দিয়ে আসি 😂(রুমা)
আচ্ছা কথা হবে(আমি).
,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এরপর তারা চলে যায়,,,এই ভাবে কিছুদিন চলে যায় তারা সবাই মিলে আড্ডা মাস্তি,রাকিব ও সাথে ছিলো,,এখন পুরো কলেজের সবাই আমার সাথে ভালো ব্যবহার করে।স্যার ও করে,,,কারন স্যারো তার ভুল বুঝতে পারছে,,,,
এভাবেই দিন যাচ্ছে,,,,
,,,,,,,,,,,,,,,,তো হঠাৎ একদিন শাওন কলেজে আসে নাই।রাহি ওকে অনেক খুজেছে কোথাও পায়নি,পরেরদিন ও একই অবস্থা। রাহি এই দুদিন শাওন কে দেখতে না পেয়ে প্রায় পাগল অবস্থা,, রাকিব রিয়া সহ সবাই খুজছে কিন্তু শাওনকে তারা খুজে পাচ্ছে না,,শাওনের বাড়িতে গিয়ে দেখে তালা দেওয়া,,,,,এরকম করে,,এক মাস চলে গেলো কিন্তু শাওনের কোনো খুজ নেই,,,,
রাহি সবসময় কান্না করতো,তার মা বাবা তাকে কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না,,,,,,,
,,,,,,,,,,,,প্রায় ১বছর পর,,,,,,,,,,
,,,,,,,,,,,একদিন রাকিব,রিয়া,রাহি সবায় ঘুরতে যায়,,একটা নদির পাড়ে,,,,,,
হঠাৎ তারা দেখতে পায় একটি বাচ্চা মেয়ে নদিতে পরে গেছে আর একটি ছেলে তাকে বাচাচ্ছে,,।তারা দৌড়ে সেখানে যায়,,আর গিয়ে দেখে তারা অবাক হয়ে যায়,,,,,,,,,শাওন,,,!!
,,।।এই ছোট বাচ্চাটা কার?আর বাচ্চাটা ডুবে যাচ্ছে কেউ দেখেননি,,,, বাচ্চাটিকে এখনি হাসপাতালে যেতে হবে,,,,,(আমি)
তারপর বাচ্চাটির মা বাবা এসে হাসপাতালে নিয়ে যায়,,,,,
,,,,,,,।হঠাৎ শাওন অদের কে দেখে,,,,,তরা??(আমি).
,,,,,ঠাসসসসসসসসস,,, ঠাসসসসসসসসস,,,,
তুই আমাদের ছেড়ে চলে আসলি কেন?.তকে কতো খুজছি জানিস?তুই না আমাকে ভালোবাসিস?তাহলে আমাকে ছেড়ে আসলি কেনো?.তোকে আমি আর কোথাও যেতে দিবো না!!.
,,,,এটা বলেই জরিয়ে ধরে,,(রাহি)
,,,,,,,,,,,,,এখন আপনারা হয়তো ভাবছেন আজব লেখক নায়ক হারায় গেলো,,কেনো গেলো আবার পাওয়া গেলো কিছুই কইলো না,,,,তাহলে শুনেন,,কি হইছে,,,,,,
শাওনের দাদার মৃত্যুর পর শাওন ওনেক একা হয়ে যায়,,বাসায় আসলে তার দাদার স্মৃতি গুলো শাওনকে অনেক কাদায়,,তাই শাওন সেই খান তার গ্রামে চলে আসে,,তার দাদার কবরের কাছে সারাদিন পরে থাকতো,,সে মনে করতো তার দাদা সবসময় তার সাথে আছে,,,,,,,এই ছিল আসল কাহেনি,,,,,,,
এখন গল্পে আসি,,
রাহি সহ সবায় এসব শুনে ওনেক কষ্ট পায়,,,,
রাহি শাওনকে নিয়ে বাসায় আসে,,,,বাসায় এসে তার মা বাবা কে যানায় যে সে শাওনকে বিয়ে করবে,,,
রাহির মা বাবা এতোদিন পর মেয়ের হাসি মুখ দেখে রাজি হয়ে যায়,,,,,
এরপর শাওন আর রাহির বিয়ে হয়ে যায়,,,,,,
,,,,,,,,,
ওগো শুনছো!!!একটু দেখাও না?(আমি).
তোমার লজ্জা লাগে এসব বলতে,(রাহি).
ধুর আমার বউ আমি যা খুশি করবো দেখবো তাতে কার বাপের কি?(আমি)
রাহি লজ্জায় মুখ লাল করে কিছু বলতে পারছে না,,,,
এরপর আস্তে আস্তে রাহির ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে,,,, এক গভির অতলে হারিয়ে গেলাম,,,(শালা এই পর্যন্ত এডা প্রেমি করতে পারলাম না আবার গভির অতল😭).
,,,,
এভাবেই দিন যাচ্ছে পরিক্ষার হলে,,,,,,,,,
ওই কয়টা লিখছো?(রাহি)..
সব গুলো শুধু একটা বাকি।(আমি)
আমাকে আগে ছয়টা প্রশ্ন দেখাও না হলে ফেল করবো(রাহি).
সারাদিন বরের সাথে দুষ্টামি করলে এমনি হবে 😂😂😂(আমি).
ওই কুত্তা আগে দেখা তার পর তরে বাসায় নিয়ে আমি দেখবো,😡😡😬😬(রাহি)
সত্যি!!!!!!(আমি)
হুম আগে দেখা(রাহি)
তারপর আর কি শাওন ছয়টা প্রশ্ন দেখিয়ে বাকি একটা লিখছে,,,,,
বাহ আমার জামাই এর জন্য আজ আমরা সবাই ভালো রেজাল্ট করব হিহিহি(রাহি)
দেখতে হবে না কার বান্ধবীর জামায়(রিয়া)
হুর আমার জামায় লিখছে(রাহি)
দূরে গিয়া মুরি চিবা আমার বন্ধু লিখছে(রাকিব)
,,,,,,,,না গো আমার বউ এর জামায় লিখছে😁😁😁😂😂😂(আমি)
সবায় একসাথে হেসে উঠে,,,,
,,,,,এরপর সবায় চলে যায়,,,
রিকশা ডাকেন জামায়(রাহি)
হুম বউ ডাকছি(আমি)
,,,,,,,,,,,,।শাওনের ভালো রেজাল্ট হয় সাথে ওদেরো,,,,,,
শাওন ভালো একটা চাকরি পায়,বলতে গেলে এখন শাওনের কোনো কিছুর অভাব নেই শুধু একটা জিনিসের অভাব সেইটা হলো শাওনের দাদা।শাওন এখন তার দাদার কবরের সামনে বসে অঝরে কান্না করছে।আর রাহি শান্তনা দিচ্ছে,,
এভাবেই চলতে থাকে তাদের জীবন,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সমাপ্ত,,,,,,,,,,,,,,,,,,,,,