Posts

নিউজ

স্কটল্যান্ডের এডিনবরায় রবীন্দ্রনাথের মূর্তির উন্মোচন

June 21, 2025

নিউজ ফ্যাক্টরি

65
View

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে। ৩ জুলাই ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এই মূর্তি উন্মোচন করবেন। 

বিখ্যাত ভারতীয় ভাস্কর রাম ভি সুতার রবি ঠাকুরের এই মূর্তিটি খোদাই করেছেন। স্কটিশ সেন্টার অব টেগোর স্টাডিজকে এটি উপহার হিসেবে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)।  

মূর্তিটি এডিনবরার রয়্যাল মাইলের কাছে স্কটিশ স্টোরিটেলিং সেন্টারের পিছনে স্যান্ডেম্যান গার্ডেনে স্থাপন করা হবে। এটির স্তম্ভমূলে রবীন্দ্রনাথের কবিতার পংক্তি খোদাই করা থাকবে। আর এই খোদাইয়ের কাজ করেছেন জন নীলসন।  

এডিনবরার লর্ড প্রোভোস্ট রবার্ট অলড্রিজের হাতে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন বিক্রম দোরাইস্বামী। অলড্রিজ স্কটিশ জনগণের পক্ষ থেকে এটি গ্রহণ করবেন। নোবেলজয়ী এই লেখককের মূর্তিটি তার ঘনিষ্ঠ বন্ধু, স্কটিশ টাউন প্ল্যানার প্যাট্রিক গেডেসের আবক্ষ মূর্তির বিপরীতে স্থাপন করা হবে।  

সূত্র: দ্য স্টেটসম্যান 

   

Comments

    Please login to post comment. Login