Posts

কবিতা

ভাইরাসের নাম ইসরায়েল

June 21, 2025

Mahmud Hasan Rojib

Original Author মাহমুদ হাসান রজিব

69
View

এই পৃথিবী আজ আর ভালো নেই,
বোমার শব্দে থেমে গেছে নিঃশ্বাস, নিভে গেছে মানবতা।

এই পৃথিবী আজ অসুস্থ নয় —
পচে গেছে ভিতরটা ইসরায়েল নামের ভাইরাসে।

শাসকেরা আজ তাদের সঙ্গী,
ভাইরাস ছড়াতে ছড়াতে ওরাই তুলে দেয় তালি।

মানবতা মরছে, শিশুরা ছিন্নভিন্ন,
আর তারা ব্যস্ত সভায় মুখোশ পরে দাড়ি চুলকাতে।

কিন্তু এখনো দাঁড়িয়ে আছে ইরান,
যারা মাথা নোয়ায় না,
যারা গর্জে উঠে — ফ্যাসাদে আগুন ছোঁড়ার সাহস রাখে।

পৃথিবীর বড় অংশ আজ ভাইরাসের পক্ষ নিয়েছে,
তাই ভাইরাসও দেখাচ্ছে নিজের ধ্বংসের নেশা।

মানুষ মরছে — হ্যাঁ, প্রতিদিন, প্রতি মুহূর্তে, মাছির মতো।
তাদের রক্ত দেখেই যেন আনন্দে চিতকার দেয় এই নরখাদকেরা।

এই যন্ত্রণার শেষ কোথায়?
উপায় কি নেই?

Comments

    Please login to post comment. Login