Posts

প্রবন্ধ

গান ও সঙ্গীত

September 14, 2023

মোহাম্মদ আলী রাজ

Original Author মোহাম্মদ আলী রাজ

711
View
একদম প্রথম দিকে মানুষ সঙ্গীত সম্পর্কে জানতো না।এই যে ইন্সট্রুমেন্ট এর শব্দ কিংবা এর আবিষ্কার ছিলো চিন্তার বাইরে।
যদি জিজ্ঞেস করা হয় প্রথম সঙ্গীত সম্পর্কে তা হলো, বাতাসের ফিসফিস, পানির ছলছল শব্দ, পাখির ডাক, শুকনো পাতার মরমর শব্দ। এই সবকিছু থেকেই ক্রমান্বয়ে আজকের এই সঙ্গীত।
চর্যাপদ শব্দটি বিস্তারিত না জানলে ও আমরা কম বেশি এই শব্দটির সাথে পরিচিত।বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ হলো মূলত পুঁথিকাব্য।আর এই পুঁথিই হলো বাংলা গানের আদি নিদর্শন। 
গান ও সঙ্গীত দুটো একই মনে হলে ও এর মধ্যে পার্থক্য আছে।সঙ্গীত হলো শাস্ত্রীয় রীতি মেনে সুর, তাল, লয় এর উপস্থাপন। 
যদি শুধু গান বলা হয় তা হলো, সঙ্গীত, বাউল গান, পালাগান, আধুনিক গান ঈত্যাদি।
আরেকটু পরিষ্কার ভাবে বললে, গীত , বাদ্য , নৃত্য এই তিনের সমন্বয় হলো সংগীত । আর গান হলো শুধুই গান । এর সাথে বাদ্য থাকে না ।
সংগীত তিন প্রকার। যন্ত্র সংগীত, কন্ঠ সংগীত, নৃত্য সংগীত।
কন্ঠ সংগীতের মধ্যে গান পড়ে।

Comments

    Please login to post comment. Login