একজন নির্জন গ্রামের ঘড়ির মিস্ত্রি, ধ্রুব সেন, একদিন রাত তিনটায় হঠাৎ একটি পুরনো ঘড়ি থেকে একটি ছোট মানুষ বেরিয়ে আসতে দেখে। ওই ছোট মানুষ নিজেকে “সময়দূত” বলে পরিচয় দেয় এবং ধ্রুবকে অতীতে ফিরে যাওয়ার প্রস্তাব দেয়, শর্ত হলো—ভবিষ্যতের একটি দিন হারাতে হবে। ধ্রুব তার প্রিয় স্ত্রী মৌরীকে আরেকবার দেখার জন্য অতীতে ফিরে যায়। ফিরে এসে দেখে সে ভবিষ্যতের মৃত্যুর আগের দিন হারিয়েছে—এখন সে জানে না কখন সে মারা যাবে। এই ভয় আর অনিশ্চয়তায় ধ্রুব একদিন হারিয়ে যায়। লোকমুখে শোনা যায়, মাঝে মাঝে রাতে সেই ঘড়ি আবার বেজে ওঠে, আর এক রহস্যময় ছোট মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে...