আলো নেই, এখনো অন্ধকার
এখনো রয়ে গেছি মায়াবী জালে, প্লাইস্টোসিন কালে
ফুল হয়ে ফুটছি না আর
এ দেশে ফুটবার নাই কোন অধিকার
এ দেশ এখন আর আমাদের নেই
শিক্ষিত মার্জিত ম্যাটিকুলাস প্লানার, তারা
এ দেশের আদি ইতিহাস নিয়মকানুন শৃংখল ভাঙবেই।
ওরা বলেছে নাড়িয়ে দু'হাত,অশিক্ষিত বর্বর এ জাতি
পয়সা খেয়ে অসভ্যদের নির্বাচিত করে রাতারাতি
নাই দরকার এমন জনতার ভোটের অধিকার
কমিশন করে, করে নেবো মনের মতো সংস্কার।
এ দেশকে আমরা কী করে স্বদেশ ভাববো বলুন?
তাহলে চলুন...
আমাদের তো মাতৃভূমি থেকেও নেই
শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমাদের
যেন দূর দেশ হতে জাহাজে বোঝাই হয়ে আসা
ভিনদেশী কৃতদাস—
না জানি, কখন এগিয়ে আসে মৃত্যুর ফাঁস।
আসুন, মুক্তির পথ খুঁজি আর গুনতে থাকি দিন
এভাবে যায় না হতে দেয়া, ওদের সুদিন।
70
View