Posts

চিন্তা

সুখী হওয়ার মূল মন্ত্র

June 21, 2025

Tanzina Akther

77
View

জীবনে সুখী হতে হলে সব সময় নিজেকে অন্যের জন্য নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে হবে যে পারবে সেই হবে প্রতিটা সুখী আজ যে পারবেনা তার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট সে কষ্ট অনুভব করতে হবে জীবনটাই আমার পৃথিবীর নিয়মটাই আমার তুমি যতক্ষন অন্যের জন্য বিলিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি সুখী আর তুমি অন্যের জন্য কিছু করতে না পারলে দুঃখী তুমি যখন নিজের পছন্দের জিনিসটা অন্যকে দিয়ে দিবে অ্ন্যরা যখন খুশি হবে তখনই তুমি সুখী হতে পারবে অন্যের জন্য যদি তুমি নিজের স্বার্থ বিলিয়ে দিতে পারো তাহলে তুমি প্রকৃত সুখী নজর তুমি হাজার চেষ্টা করলেও সুখী হতে পারবা না জীবনটাই এমন নিজেকে যদি দুনিয়ার সবচাইতে সুখে মানুষ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে অন্যকে দিয়ে নিজেকে সুখে রাখতে হবে অন্যের জন্য বাঁচতে হবে তাহলে তুমি প্রকৃত সুখী

Comments

    Please login to post comment. Login