Posts

কবিতা

কেমন হতো?

June 22, 2025

Mahmud Hasan Rojib

Original Author মাহমুদ হাসান রজিব

96
View

কেমন হতো যদি আমাদের ক্ষুধা না লাগতো?
তাহলে মানুষ কি ক্ষুধাই মরতো?

কেমন হতো যদি পানি শেষ হয়ে যেতো?
তাহলে কি মানুষ অপচয় করতো?

কেমন হতো যদি রাত না হতো?
তাহলে কি মানুষ ঘুমাতে পারতো?

কেমন হতো যদি সময় আটকানো যেতো?
তাহলে কি সময়ের মর্ম কেউ বুঝতো?

কেমন হতো যদি অসুখ না থাকতো?
তাহলে কি ওষুধ কেউ বানাতো?

কেমন হতো যদি মানুষ না মরতো?
তাহলে এই পৃথিবী  কী অগণিত নিয়ে চলতো?

কেমন হতো যদি সবাই ধনী হতো?
তাহলে ভিক্ষা কে করতো?

কেমন হতো যদি ভালোবাসা না থাকতো?
তাহলে কি পৃথিবীতে হিংসার রাজত্ব চলতো?

Comments

    Please login to post comment. Login