কিসে আছে সৌন্দর্য?
আফিয়া আইশা বিনতু আয়াছ
সৌন্দর্য থাকে মনে
শরীরে নয়,
সৌন্দর্য থাকে শব্দে
স্বরে নয়,
সৌন্দর্য থাকে ব্যবহারে
আকৃতিতে নয়,
সৌন্দর্য থাকে ব্যক্তিত্বে
ঔদ্ধত্যে নয়,
সৌন্দর্য থাকে হৃদয়ে
আবরণে নয়,
সৌন্দর্য থাকে যোগ্যতায়
যা তুলনার নয়।