--এই বিয়ে আমি কিছুতেই মানি না। আমার ভালো মানুষ ছেলেকে ধোকা দিয়ে বিয়ে করানো হয়েছে। তোমার ফ্যামিলিকে আসতে বলো দ্রুত। এর ফয়সালা আজকেই হবে।
রাশা বড়সড় হাই তুললো। নব্য শাশুড়ি মাকে একদম ঠিক চিনে নিয়েছে। তার জহুরির চোখ! এতো সহজে ফাঁকি দেওয়া সম্ভব না।
--সেটা আর সম্ভব না আন্টি। তারা আমাকে চিরতরেই বিদায় দিয়েছে৷ বলেছে, এখন আর তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। তাই এখন আমিই আমার অবিভাবক। যা বলার আমাকেই বলুন।