এগিয়ে থাকো কথা ও কাজে ,
এগিয়ে থাকো সততায় ।
এগিয়ে থাকো স্বপ্ন সাহসে ,
এগিয়ে থাকো মমতায় ।
এগিয়ে থাকো ভালো কাজে ,
এগিয়ে থাকো প্রচেষ্টায় ।
এগিয়ে থাকো ধৈর্য সরবে ,
এগিয়ে থাকো দেশ রক্ষায় ।
এগিয়ে থাকো দেশে বিদেশে ,
এগিয়ে থাকো জ্ঞান চর্চায় ।
এগিয়ে থাকো দীনের পথে ,
এগিয়ে থাকো সর্বাবস্থায় ।