জীবন মানে - দুঃখ , কষ্ট
সুখের আভাস পাওয়া !
জীবন মানে - যুদ্ধ , লড়াই
অল্প কিছু চাওয়া ।
জীবন মানে - অতীত ভুলে
বর্তমানে থাকা ।
জীবন মানে - ভালো কাজে
মনে সাহস রাখা ।
জীবন মানে - মহৎ হ্রদয়
ভয়ের কিছু নয় !
জীবন মানে - ভয় ভীতিকে
আড়াল করতে হয় ।
জীবন মানে - তোমার আমার
ছেলে খেলা নয় !
জীবন মানেই - অনেক কঠিন পরীক্ষা
যাতে করতে হবে জয় ।