Posts

কবিতা

তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া

June 22, 2025

Mahmud Hasan Rojib

Original Author মাহমুদ হাসান রজিব

90
View

আজ পৃথিবী সত্যিই ভালো নেই,
আকাশে ভেসে বেড়ায় ধোঁয়া আর কান্না,
চারদিকে বাজে যুদ্ধের দামামা,
মানবতা যেন দাঁড়িয়ে চিৎকার করে—
"থামো!" — কিন্তু কেউ শোনে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পোড়া গন্ধ
আজও লেগে আছে হিরোশিমার বাতাসে,
নাগাসাকির নিঃশব্দ রাতে
মৃত শিশুর কান্না আজও ভেসে আসে।

যুদ্ধ মানেই তো ধ্বংসের নাচ,
মাটির তলায় ঘুমিয়ে পড়ে হাজারো কণ্ঠস্বর,
মৃত্যুর মিছিল চলে গোরস্থানের দিকে,
জীবন থেমে যায় বিস্ফোরণের শব্দে।

কিন্তু কে শুরু করে এই রক্তাক্ত খেলা?
কে বাধা দেয় ভালোবাসার পৃথিবী গড়তে?
নিশ্চয়ই সে ধ্বংসের রাজা,
যার রক্তে লেখা ইতিহাসে পাপ আর প্রলয়।

ইসরায়েল — অশান্তির মূল ক্যান্সার,
পাশে ট্রাম্পের মতো জ্বলন্ত কড়াই,
নবজাতকের ঘুম কেড়ে নেয় যারা,
তাদের হাতেই জ্বলে শহর পুড়ে ছাই।

আমরা আজ দাঁড়িয়ে আছি
তৃতীয় বিশ্বযুদ্ধের দরজার ঠিক মুখে,
চারদিকে যুদ্ধবাজের উন্মাদ উল্লাস,
মানবতা গুমরে কাঁদে নীরব মুখে।

নেতানিয়াহু — যুদ্ধে মত্ত এক আত্মবিস্মৃত রাজা,
যার কবলে হাসপাতালে বাঁচেও না জীবন,
সে চায় শুধু আগুনে আঁকা পৃথিবী,
সে পাষাণ, সে নেশাগ্রস্ত ধ্বংসে,
তার শেষ পরিণতি—
অজানা, অনিশ্চিত… অন্ধকারে ঢাকা।
 

Comments

    Please login to post comment. Login