_প্রথম পর্ব - ১_
মালয়েশিয়ার এক সত্য ঘটনা………
একটি বাসায় মা এবং মেয়ে থাকতো । মেয়েটির বাবা তিন বছর আগে অসুস্থতার জন্য মারা যায় । তারপর থেকে মেয়েটির মা তাদের সংসার চালানোর জন্য চাকরি করতে শুরু করে । অন্যদিকে মেয়েটির ফুফু তাঁর মাকে একদম সহ্য করতে পারতো না । মাঝে মাঝে তাঁর ফুফু তাদের বাসায় আসতো । তাদের সাথে তেমন ভালো আচরণ করতো না । হঠাৎ একদিন তাঁর ফুফু তাদের বাসায় এসে বলে আমি তোমাদের সাথে কিছুদিন তোমাদের বাসায় থাকবো । তখন মেয়েটি মনে মনে বলে , ‘ সে আমাদের সহ্য করতে পারে না এখন নাকি আমাদের সাথে থাকবে ’ । তাঁর ফুফুর এমন কথা শুনে মেয়েটির সন্দেহ হয় । সে এই বিষয়টি তাঁর মাকে জানায় । কিন্তু তাঁর মা তাঁর এমন কথায় তেমন একটা গুরুত্ব দেয় না । মেয়েটি আরো কিছু জিনিস লক্ষ্য করে , ‘ তাঁর ফুফু ইদানিং তাদের সাথে অনেক ভালো আচরণ করে তাঁর মায়ের কাজে সাহায্য করে ইত্যাদি ’ । তাঁর ফুফুর এমন পরিবর্তন মোটেও তাঁর কাছে স্বাভাবিক মনে হয় না । আর এদিকে তাঁর ফুফু কোনো এক ভয়ঙ্কর মতলবে আসে এই বাড়িতে । তাঁর ফুফু প্রতি রাতে তাদের ঘুমানোর পর কিছু খোঁজার জন্য পুরো বাড়িতে ঘুরাঘুরি করে । একদিন মাঝরাতে কোনো এক শব্দে মেয়েটির ঘুম ভেঙে যায় । তাই সে তাঁর ঘরের বাহিরে বের হয় কিসের শব্দ তা দেখতে । রান্নাঘরে যেতেই সে তাঁর ফুফুকে দেখতে পায় । সে তাড়াতাড়ি লুকিয়ে পরে । তাঁর ফুফু সেখানে কিছু খুঁজতে অনেক ব্যস্ত ছিল । হঠাৎ রান্নাঘরের ময়লার ঝুড়ি থেকে কিছু একটা বের করে তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে নেয় । মেয়েটি পিছন থেকে হুট করে তাঁর ফুফুর সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করে ফুফু আপনার কি খিদে লাগছে নাকি ? তাঁর ফুফু ভয় পেয়ে যায় বলে না না আমি তো পানি খেতে রান্নাঘরে এসেছি । এই কথা বলে সে তাড়াতাড়ি চলে যায় । এইভাবেই মেয়েটির ফুফু বাড়ির বিভিন্ন জায়গা থেকে তাঁর প্রয়োজনীয় জিনিস নিতে থাকে ।