নিশির ঝরনা, চাঁদের গান
আকাশ লিখে দেয় স্বপ্নের বান।
তুমি কি শুনো তারার ভাষা?
নীরব রাতে বাজে আশ্বাসা।
পাতার ফাঁকে চাঁদের চোখ,
ভালোবাসা লুকায় সব শোক।
নদীর ধারে কুয়াশা হাঁটে,
ভোরের আলো স্বপ্নে বাঁটে।
একলা পাখি ডাকে দূর,
ফিরে আসে না সেই সুর।
তবুও মন চায় উড়তে,
ভালোবাসা খুঁজে ফিরতে।
নিশার বুকে নাম না জানা
এক গল্প যেন লেখা গানে,
ভালোবাসা, ব্যথা, আর স্মৃতি
মিশে যায় সেই কবিতাতে।