সকালের আলো, মুখ গুঁজে বসে,
জানালার কাঁচে স্বপ্ন কেউ আঁকে।
ভাঙা রোদ্দুর, ছায়ার মতো,
তোমার কথা মনে পড়ে খুব ছোটো।
হাওয়া বলে না কিছু মুখে,
তবুও বয়ে যায় হৃদয়ের মুখে।
চুপচাপ থাকে পুরনো ছবি,
স্মৃতিরা যেন নিঃশব্দ চলি।
একটা চিঠি, লেখা হয়নি,
হৃদয় জুড়ে সুরে বোনা বায়ু।
তুমি আসবে? জানি না ঠিক—
তবু অপেক্ষা করি প্রতিক্ষণ সুধু ।