Posts

কবিতা

এখানেতো সভ্য মানুষের বসবাস

June 22, 2025

মো. গোলাম কিবরিয়া

118
View

পাখি নয়
নিঃশব্দে উড়ছে আকাশে স্টিলথ বোমারু বিমান
কেন!
মানব সভ্যতার ধ্বংস দেখাতে।

সপ্ন
দেখতে নয় বিনাশ করতে 
ফেলছো বোমা,  মারছো মানুষ।

কেন
এমন করো হে ক্ষমতাবান শাসক,
একবারও কি তোমার ছেলে বা মেয়ের অবয়ব দেখো না।
তুমি যাদের মারছো তারা তেমারই ধমনীর রক্তশিরা বহন করে। 
তারা তেমারই প্রজন্মের মত সুখ দুঃখ হাসি কান্না ও আবেগে বেড়ে উঠা। 
কেন 
ছুড়ছো গুলি
ক্ষুদার জ্বালায় খাদ্য নিতে যাওয়া মানুষের উপর।
কেন 
ছুড়ছো গুলি মানব সভ্যতায়
এখানেতো সভ্য মানুষের বসবাস।
হিংসা বিদ্বেষ হানাহানির জায়গাতো নয়।

Comments

    Please login to post comment. Login