খেলতে ছিলাম যখন
পিতা মাতা গালি দিয়েছিল তখন।
বুঝতে পারিনি কিছু
সে দিনগুলো চলে গেছে পিছু।
সময় কে করেছি অবহেলা
খেলেছি কত যে খেলা।
কত যে দুষ্টুমি , কত যে মজা ,
খেলার সময় হয়েছিলাম কখনো রাজা ,
কখনো রানী , কখনো হয়তো
ছোট ভাই বোনদের সাথে খাবার নিয়ে
টানাটানি। কত যে মারামারি ,
কত হাসি , কান্না , কত মায়া,
সরে যাবে না কখনো সে দিনগুলোর ছায়া।
স্কুলে গিয়ে কত না গল্প ,
কত না বদমায়েসি , কত না পড়া না দেওয়ার বাহানা।
স্মৃতি যে জড়িয়ে আছে সেই জায়গাগুলোতে ,
সেই স্কুলে , সেই খেলার মাঠে।
মজার আনন্দে কেটেছে কত বিকেলবেলা।
এই অবুঝ মনে একটাই প্রশ্ন ,
পাবো কি কখনো ফিরে ,
সেই ছোটবেলা।