
- তোমার মন খারাপ তাই আমার আকাশ - পাতাল করে, তোমার কিসে লাগে ভালো? আমার গল্প পড়ে…. ক্লান্তি ভুলে হাসি মুখে তাকাও এবার তোমার গল্প শোনাও। তোমার ঘুম না আসা রাতে আমার ভীষণ একলা লাগে তোমার শুন্য দুচোখ দেখে আমার কান্না শুধু জাগে তুমি বিষ্ন্নতা থামাও…. ক্লান্তি ভুলে হাসি মুখে তাকাও এবার তোমার গল্প শোনাও আমার পাতার বাঁশির সুর। তোমার কান্না ভেজা রাত, সকল কিছু ছেড়ে তুমি জাগাও নতুন প্রভাত, এবার মনের দুয়ার বাড়াও…. ক্লন্তি ভুলে হাসি মুখে তাকাও তুমি তোমার গল্প শোনাও।