আমরা আশা করতে পারি এখন পরিস্থিতি স্থিতিশীল হবে। সর্বাবস্থায় আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে ক্ষুদ্রায়তনের যুদ্ধেরও বিরোধী। ছাগলের তৃতীয় শাবক ইসরায়েল কোনোকিছুই ম্যাটার করে না, ইরান যদি তাদের পারমাণবিক সমরশক্তির উচ্চাভিলাষ দূর করতে পারে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রকে আস্থায় নিতে পারে -ইরান যে আরেকটা জাপান হয়ে উঠবে না তা কে বলতে পারে?