ইহসান আর ইরফান দুই ভাই। তারা শহরে ছোট্ট এক ফ্ল্যাটে মা-বাবার সঙ্গে থাকে। ইহসান বড়, কিন্তু একটু বোকাসোকা। আর ইরফান ছোট হলেও খুব চালাক আর দুষ্টু।
প্রতিদিন বিকেলে একটাই যুদ্ধ — কে আগে টিভি দেখবে!
ইরফান চায় কার্টুন, আর ইহসান চায় ক্রিকেট ম্যাচ। রিমোট নিয়ে শুরু হয় টানাটানি। একদিন তো টিভির বোতামই খুলে গেল!
মা চিৎকার করে বললেন, “আর যদি ঝগড়া করো, আমি টিভি বাইরে ফেলে দেব!”
কিন্তু কে শোনে কার কথা!
পরের দিন ইরফান আগে এসে টিভি অন করে কার্টুন চালিয়ে বসে।
ইহসান রেগে গিয়ে রিমোট কাড়ে, চ্যানেল বদলায়।
ইরফান তখন চুপিচুপি রিমোটের ব্যাটারি খুলে নেয়!
ইহসান যখন বুঝতে পারে, তখন দেরি হয়ে গেছে।
শেষে মা এসে একটা নিয়ম করেন—
সোম, বুধ, শুক্র: ইরফান
মঙ্গল, বৃহস্পতি, শনিবার: ইহসান
রবিবার: শুধু ঘরের কাজ আর পড়া!
এবার আর ঝগড়া নয়। ইহসানও খুশি, ইরফানও খুশি।
শান্তিতে টিভি দেখা শুরু হলো দুই ভাইয়ের।