Posts

কবিতা

আমার জন্মভূমি

June 26, 2025

Hasiba_hira66

60
View


আজ বহুদিন পরে এলাম ফিরে আমার জন্মভূমিতে 

যেখানে ফুটে পলাশ
নিতে পারি আমি প্রাণ ভরে শ্বাস
যেখানে ছাড়ায় ফুলের সুবাস।
যেখানে আছে সবাই মিলে মিশে
নানা জনে নানা বেশে।
যেখানে আছে নদীর ঠাণ্ডা হাওয়া
যেখানে আছে মাঝির নৌকা বাওয়া
যেখানে আছে মাঠ ভরা ধান
যেখানে পাখিরা করে গান
যেখানে শিশুরা করে খেলা।
বসে যেখানে বৈশাখের মেলা
আমি ফিরেছি সেই জন্মভূমিতে
চাই মা এখানেই মরতে।

Comments