আজ বহুদিন পরে এলাম ফিরে আমার জন্মভূমিতে
যেখানে ফুটে পলাশ
নিতে পারি আমি প্রাণ ভরে শ্বাস
যেখানে ছাড়ায় ফুলের সুবাস।
যেখানে আছে সবাই মিলে মিশে
নানা জনে নানা বেশে।
যেখানে আছে নদীর ঠাণ্ডা হাওয়া
যেখানে আছে মাঝির নৌকা বাওয়া
যেখানে আছে মাঠ ভরা ধান
যেখানে পাখিরা করে গান
যেখানে শিশুরা করে খেলা।
বসে যেখানে বৈশাখের মেলা
আমি ফিরেছি সেই জন্মভূমিতে
চাই মা এখানেই মরতে।