আজও অন্ধ ভিক্ষা চেয়ে গেলো
আজও ডাকলো কাক কর্কশ স্বরে
আর আজও আজান দিলো গয়েজউদ্দিন
মানুষ প্রকৃতির রথ একাকার
কেউ ডাক শুনে ব্যথা পায়, কেউ বিরক্ত হয়
কেউ ঢলে পড়ে সিজদায়।
কাল পাড়ার মোড়ে দাঁড়িয়ে কেউ বলে গেলো,
মনে রেখো এ পাড়ার লোক
আমার মৃত্যুর পর কেউ করবে না শোক,
আমি জানি—
তবু আমি থাকি নীরব নির্বিকার
ঈশ্বরে ডাকি, বারবার প্রতিজ্ঞা করি
আবারও ভঙ্গ করি পৃথিবীতে পথ হাঁটবার।
এই যে হাঁটাহাটি, নতমুখী জীবনের পরও
পথে পথে বাঁধা
রাষ্ট্র রাজনীতি মাঠ গরম গরল কাদা
অনিবার্য সত্য জেনেও, হয়ে গেছে রীতি
লুটপাট, পাচার, স্বজনপ্রীতি
অতঃপরও বলতে দ্বিধা নেই, দাদা
আমি তো মানুষ ভালো, নিষ্পাপ, নিষ্কলুষ, শাদা।