Posts

নিউজ

মরণোত্তর অরওয়েল প্রাইজ পেলেন ইউক্রেন যুদ্ধে নিহত উপন্যাসিক ভিক্টোরিয়া অ্যামেলিনা

June 26, 2025

নিউজ ফ্যাক্টরি

78
View

ইউক্রেন যুদ্ধে নিহত ইউক্রেনীয় উপন্যাসিক ভিক্টোরিয়া অ্যামেলিনা পেলেন মরণোত্তর অরওয়েল প্রাইজ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তার মর্মান্তিক মৃত্যুর দুই বছর পর তিনি মর্যাদাবান এই সাহিত্য পুরস্কার পান। ২৫ জুন অরওয়েল ফাউন্ডেশন ২০২৫ সালের পুরস্কার বিজয়ী লেখকদের নাম প্রকাশ করে। 

‘লুকিং অ্যাট উইমেন, লুকিং অ্যাট ওয়ার’ বইয়ের জন্য ভিক্টোরিয়া অ্যামেলিনাকে এই পুরস্কার দেওয়া হয়। ননফিকশন ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পান। মৃত্যুর আগে তিনি বইটি শেষ করে যেতে পারেননি। অসমাপ্ত এই বইটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। বইটির ভূমিকা লিখেছেন বুকারজয়ী কানাডিয়ান উপন্যাসিক মার্গারেট অ্যাটউড।      

অরওয়েল প্রাইজের বিচারক প্যানেলের সভাপতি কিম ড্যারোচ, অ্যামেলিনার বইটিকে ‘যুদ্ধের মানবিক পরিণতির একটি অবিস্মরণীয় চিত্র’ বলে অভিহিত করেছেন।

লুকিং অ্যাট উইমেন, লুকিং অ্যাট ওয়ার বইতে ইউক্রেনীয় নারীদের প্রতিরোধ প্রচেষ্টা নথিভুক্ত করা হয়েছে। এই নারীদের মধ্যে একজন সৈনিক, একজন মানবাধিকার কর্মী এবং একজন গ্রন্থাগারিক রয়েছেন। এটি তার লেখা একমাত্র ননফিকশন বই।    

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর অ্যামেলিনা যুদ্ধাপরাধ বিষয়ক গবেষক হিসেবে কাজ শুরু করেন। তিনি ইউক্রেনের জনপ্রিয় উপন্যাসিক, প্রাবন্ধিক, কবি এবং মানবাধিকার কর্মী ছিলেন। তার লেখা গদ্য এবং কবিতা বহু ভাষায় অনূদিত হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে ইউক্রেনের ক্রামাতোর্স্ক শহরের একটি রেস্তোরাঁয় রাশিয়ান বোমা হামলায় আহত হয়ে মারা যান তিনি। 

উল্লেখ্য, বিখ্যাত ইংরেজ উপন্যাসিক জর্জ অরওয়েলের সম্মানে প্রতি বছর অরওয়েল প্রাইজ দেওয়া হয়। এটি রাজনৈতিক লেখালেখির জন্য দেওয়া যুক্তরাজ্যের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। ১৯৯৩ সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login