Posts

গল্প

সুস্থতা অবসর থাকে আল্লাহর অনুগত ব্যয়করুন

June 27, 2025

Muhammad Muaaj

96
View
  • আপনার উচিত যেন আপনার সুস্থতা ও অবসর থাকে নষ্ট না করেন। 
  • অতীত ভালো কাজের উপর নির্ভরতার ফলস্বরুপ।আপনার প্রভু অনুজ্ঞতার যা সম্পাদনে অমনোযোগী হবেন না। কাজ করেও প্রচেষ্টা চালিয়ে আপনার সুস্থতা ও অবসর সময় এর সুবিধা গ্রহণ করুন। মনে রাখবেন  আপনি সর্বদা হারানো সময়কে পুষিয়ে নিতে পারবেন না এবং আপনি যে সময়কে নষ্ট করেছেন  তার জন্য দুদিন আগে বা পরে আপনি আফসোস করবেন। 
  • হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছেন। 
  • পুরুষের জন্য শান্তি হইল উপেক্ষা করা আর মহিলাদের জন্য শান্তি হইল কাম লালসা উত্তেজনা। 

একজন বিজ্ঞ লোক বলেছেন। 

এমন কাজ করে আপনার সময় নষ্ট করবেন না  যা আপনার কোন উপকারে আসবে না এবং আপনার সম্পদকে কোন প্রকল্পে বিনিয়োগ না করেঅলস পড়ে থাকতে দিবেন না। কেননা জীবনে সময় এত অল্প যে এটা কে অনুপকরীকোন কিছুর উপর নিক্ষেপ করা যায় না। 

এবং কারো টাকা-পয়সার সরবরাহ এত কম নয় যে

এটাকে কোন কাজে বিনিয়োগ করা যায় না। অতএব জ্ঞানী ব্যক্তি এতটাই বিচক্ষণ যে সে তার সময়কে বাজে কাজে নষ্ট করতে পারেনা এবং তার টাকা -পয়সাকে এমন কাজে ব্যয় করতে পারে না  যা কোন লাভ বয়ে আনবে না 

এর চেয়ে বেশী গুরুত্বপূর্ণ হলো ঈসা আলাইহিস সালাম এর বাণী 

ধার্মিক তার প্রমাণ তিন কাজে -দর্শন ও নিরবতাই কথা।

যার কথা আল্লাহর স্মরণ ছাড়া অন্য বিষয় হয়  তার কথা বাজে কথা। যেকোনো কিছু শিক্ষা করার চেষ্টা ছাড়া দেখে তাকায় সে তার আসল উদ্দেশ্য  ভুলে যায় এবং যার নীরবতা ধ্যান-গবেষণাহীন সে অসতর্ক ও অমনোযোগী 

Comments

    Please login to post comment. Login